রাজশাহী বিভাগে নতুন রোগী ৬৮, সুস্থ ১৬৯

রাজশাহী থেকে | প্রকাশিত: ২ মে ২০২১, ২২:২৬

রাজশাহী বিভাগে নতুন রোগী ৬৮, সুস্থ ১৬৯

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৬৯ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে রোববার (০২ মে) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত মোট ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া এ পর্যন্ত বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৮৬৯ জন। এদের মধ্যে ২৮ হাজার তিনজন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০৭ জন কোভিড-১৯ রোগী।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top