• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে দু’টি সেমাই কারখানা সিলগালা, জরিমানা ৭৫ হাজার

নীলফামারী থেকে আমিরুল হক | প্রকাশিত: ৩ মে ২০২১, ২২:৫৮

সৈয়দপুরে দু’টি সেমাই কারখানা সিলগালা, জরিমানা ৭৫ হাজার

নীলফামারীর সৈয়দপুরে দু’টি নকল ও ভেজাল লাচ্ছা সেমাই কারখানা সিলগালা করে দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৭৫ হাজার টাকা। গত রোববার (০২ মে) বিকেলে সৈয়দপুরের নিয়ামতপুর ও সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় শহরের নিয়ামতপুরের আজাদ ফুড প্রডাক্টের ফ্যাক্টরি সিলাগালা করে দেয়া হয়েছে। কারখানা মালিক আজাদকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া খাদ্য পণ্য তৈরিতে অনিয়মের দায়ে কারখানা মালিক এম এ খালেক মোলবিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেয়া হয়েছে তার প্রতিষ্ঠানও।

এ অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top