রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

রাজশাহী থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ০২:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদের শেষ কর্মদিবসে নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েকদিন ধরে চলা নিয়োগ সংক্রান্ত ঘটনার মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীরা ও কর্মচারীরা তাদের ধাওয়া করে। এতে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। পরে পালিয়ে যায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে ভিসির বিদায় বেলায় বাণিজ্যের মাধ্যমে চাকরির ঘটনার খবরে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা ১২টার দিকে চাকরি প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চাৃলায়।

পরে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা প্রায় ৩০ মিনিট ধরে চলতে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এই ঘটনায় প্রায় পাঁচ ছাত্রলীগের নেতাকর্মী ও কর্মচারী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাবি ভিসি আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিনে চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার শুরু হলে হলে মহানগর ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর হামলা করে।

এ ঘটনার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা ভিসির ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাজশাহী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top