ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ০৬:২২

পার্বতীপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

দিনাজপুরে পার্বতীপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে ৩ হাজার একশ’ ৮২ জন কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা হলুমে উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে লটারির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।

অনুষ্ঠানে কৃষি অফিসার মোঃ রাকিবুজ্জামান, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, সাংবাদিকবৃন্দ ও কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২১ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ২১ হাজার ৮৮ জন কৃষকের মধ্যে ৩ হাজার একশ’ ৮২ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

এর মধ্যে পৌরসভায় ৪১ জন, বেলাইচন্ডী ইউনিয়নে ৩৩৯ জন, মন্মথপুরে ৩৩৭ জন, রামপুরে ৩৩১ জন, পলাশবাড়ীতে ৩২০ জন, চন্ডিপুরে ৩৩০ জন, মমিনপুরে ২৭০ জন, মোস্তফাপুরে ২৮২ জন, হাবড়ায় ৩২৪ জন, হামিদপুরে ৩৪১ জন এবং হরিরামপুর ইউনিনে ২৬৭ জন কৃষক নির্বাচিত কৃষক সরকারি মূল্যে এক মেঃটন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। উপজেলায় মোট ৩১৮২ মেঃটন ধান ক্রয় করবে। প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top