শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘোড়াঘাটে বোরো সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ০০:১৫

ঘোড়াঘাটে বোরো সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন

দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এখলাস হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আতাউর রহমান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান সহ আওয়ামীলীগ ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

চলতি মৌসুমে একটি পৌরসভা সহ এ উপজেলা ১২৯৭ মে: টন বোরো ধান ১২৯৭ জন কৃষক খাদ্য গুদামে দিতে পারবে। এর মধ্যে সিংড়া ইউনিয়নে ৩২১ মে: টন, ঘোড়াঘাট ইউনিয়ন ও পৌরসভা সহ ২৫০ মে: টন, বুলাকিপুর ইউনিয়নে ৩০০ মে: টন, পালশা ইউনিয়নে ৪২৬ মে: টন ধান হরিপাড়া খাদ্য গুদাম, রানীগঞ্জ খাদ্য গুদাম, ঘোড়াঘাট খাদ্য গুদাম ও ডুগডুগি খাদ্য গুদামের মাধ্যমে ক্রয় করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top