রাস্তায় ট্রাক্টরে ধান লোড দেয়ায় পিকআপ পুকুরে, আহত ২
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ০৬:২৯
দিনাজপুরে পার্বতীপুরে রাস্তায় দাঁড়ানো ট্রাক্টরে ধান লোড দেয়ার সময় স্কুলের বিস্কুট বহনকারী একটি পিকআপ রাস্তা অতিক্রমকালে উল্টে পুকুরের পানিতে পড়ে ড্রাইভার হেলপার আহত হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের বিস্কুট নিয়ে যাবার সময় পার্বতীপুর উপজেলার উত্তরে পশ্চিম হুগলীপাড়া কবরস্থানের পূর্ব পার্শ্বে রাস্তায় ট্রাক্টরে ধান লোড করছিল। এ সময় স্কুলের বিস্কুট বহনকারী একটি নীল রংয়ের পিকআপ ট্রাক্টরের নিকট রাস্তা অতিক্রমকালে উল্টে পুকুরের পানিতে পড়ে যায়। এতে গাড়ী ড্রাইভার আকতারুজ্জামান (২০) ও হেলপার স্মরণ (২২) আহত হয় এবং গাড়ীতে থাকা বিস্কুটগুলো পুকুরের পানিতে পড়ে ভিজে যায়।
পিকআপ থেকে নেমে যাওয়া বিস্কুট বিতরণের দায়িত্বে থাকা ই,এস,ডি,ও গায়ত্রী রাণী (৪৫) জানান, অবস্থা বেগতিক দেখে আমি আগেই নেমে গেছি। সিঙ্গীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য আমি ২৯০ কার্টুন বিস্কুট নিয়ে উক্ত পিকআপে যাইতেছিলাম। পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুরের পার্বতীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।