• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বঙ্গবন্ধু তে এর আগে একদিনে এত টোল আদায় হয়নি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২১, ১৯:১৩

বঙ্গবন্ধু সেতুতে এর আগে একদিনে এত টোল আদায় হয়নি

বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর যানবাহন পারাপার ও টোল আদায়ে এটিই সর্বোচ্চ।

বুধবার (১২ মে) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত অতীতের সকল রেকর্ড ভেঙে যায় গত ২৪ ঘন্টায়।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। চলাচল করা যানবাহনের মধ্যে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই ছিলো বেশি। তবে বিপুল সংখ্যক দূরপাল্লার যানবাহনও চলাচল করেছে। বৃহস্পতিবার (১৩ মে) যানবাহনের তেমন চাপ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আজ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। কোথাও ধীরগতি বা যানজট নেই। সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি একেবারেই কম চলাচল করছে। মহাসড়কের মির্জাপুর, গোড়াই, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও চলছে মহাসড়কে। তবে দূরপাল্লার বাসগুলো রয়েছে অনেকটা ফাঁকা। বৃহস্পতিবার (১৩ মে) ঘরমুখো মানুষগুলো অনেকটাই স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুইদিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top