বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণে

মেধাবী লিমনের পাশে দাঁড়ালেন শিক্ষক টিএম মনোয়ার হোসেন

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৯:০০

মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণে মেধাবী লিমনের পাশে দাঁড়ালেন শিক্ষক টিএম মনোয়ার হোসেন

মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজের অদম্য মেধাবী শিক্ষার্থী লিমন সরকারের ভর্তি ফি’র অর্থ সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ালেন শিক্ষক টিএম মনোয়ার হোসেন মিন্টু।

সারাদেশের মেধাক্রম তালিকায় (নং-৬৩৮) ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় লিমন। অর্থাভাবে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েও পারিবারিক অসহনীয় টানাপোড়েনসহ সাধ্য না থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবারটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় পরিবারটির অবর্ণনীয় দুঃখ-দুর্দশা ও মানবিক আর্তির আর্তনাদসহ অর্থ সহায়তার মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। ভর্তি অনিশ্চিত হয়ে পড়ার বিষয়টি ইতোমধ্যেই ব্যাপক জানাজানি হয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা পলাশবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন সহকারী শিক্ষক কবি-গীতিকার ও কথাসাহিত্যিক টিএম মনোয়ার হোসেন মিন্টু’র নজরে আসে। সহানুভূতিশীল মানবিক ব্যক্তিত্ব টিএম মনোয়ার পরিবারটির ডাকে সাড়া দেন।

রবিবার (১৬ মে) বিকেলে তিনি প্রেসক্লাব পলাশবাড়ী’র অস্থায়ী কার্যালয়ে আসেন। বাবা জাহিদুলের উপস্থিতিতে লিমনের হাতে ভর্তি ফি’র নগদ ১০ হাজার ১’শ টাকা হস্তান্তর করেন। ভবিষ্যতেও সম্ভাব্য সবধরনের সহযোগিতা দানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় টিএম মনোয়ার হোসেন স্বরচিত কয়েকটি গল্পের বই লিমনের হাতে তুলে দেন। নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত লিমন ও তার বাবা পরিবারের পক্ষ থেকে টিএম মনোয়ারের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আন্তরিক কৃতজ্ঞতা জানান। চিকিৎসক হয়ে লিমন দেশের অসহায়-বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক সেবায় আত্মনিয়োগের ইচ্ছে পোষণ করেন।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top