করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১’শ ফুট জায়গা নদী গর্ভে
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৬ মে ২০২১, ০০:২০
পলাশবাড়ীতে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১’শ ফুট জায়গা নদী গর্ভে বিলীন। বর্ষা মৌসুমের আগেই ভাঙা জায়গাটি সংস্কার করা না হলে বাঁধ ভেঙে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের জানমালসহ বিভিন্ন প্রকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাইবান্ধার পাউবো’র অধীনে সাদুল্লাপুর উপজেলার গোসাইজানী ব্রিজ হতে পলাশবাড়ী উপজেলা হয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা-খালী ব্রিজ পর্যন্ত ৪৫ কি.মি. করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ৩০ বছর পূর্বে তৎকালীন সরকার বাঁধটি নির্মাণ করে।
উক্ত বাঁধের পলাশবাড়ী উপজেলার দিঘলকান্দি গ্রামের বেলেরঘাট ব্রিজ সংলগ্ন গত বন্যায় উক্ত বাঁধের প্রায় ১’শ ফুট জায়গা ভেঙে নদী গর্ভে বিলীন হয়। মাত্র ১ ফুট জায়গা না ভাঙার কারণে পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কৃষকের বিভিন্ন ধরনের ফসল রক্ষা পেয়েছে বন্যার হাত থেকে।
এলাকাবাসীর ধারণা আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধের ভাঙা জায়গাটি সংস্কার করা না হলে জানমাল ও কৃষকদের কোটি কোটি টাকার বিভিন্ন ধরনের ফসলসহ মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমটি ধারণা করছেন কৃষকরা। তাই এলাকাবাসীর দাবী বর্ষা মৌসুমের আগেই বাঁধের ভাঙা স্থানটি সংস্কার করে কৃষকদের বন্যায় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।