বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও রিপনকে হুইল চেয়ার দিলেন-নিউ লাইফ ফাউন্ডেশন

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৯ মে ২০২১, ২৩:৪০

শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও রিপনকে হুইল চেয়ার দিলেন-নিউ লাইফ ফাউন্ডেশন

অবশেষে হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীর আলম। নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর ব্যক্তিগত তহবিল থেকে হুইল চেয়ার দিলেন কষ্টে থাকা শারীরিক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীরকে। শুক্রবার (২৮মে) দুপুরে প্রতিবেদক ও প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও রিপন এর পরিবারের উপস্থিতিতে প্রতিবন্ধী দু'জনকে দু'টি হুইল চেয়ারটি দেওয়া হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে বাবা হারা শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও স্কুল ছাত্র রিপন এর একটি হুইল চেয়ারের আকুতি "শিরোনামে জাতীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শারীরিক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীর এর খবরটি নজরে আসে নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর। খবরটি পড়ে দুটি হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিউ লাইফ ফাউন্ডেশন এর তিন উপজেলার সমন্বয়কারী আব্দুর রব আবু ছালেক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাষ্টার, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন, প্রেসক্লাব পলাশবাড়ী সহ-সভাপতি মোঃ আরিফ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল প্রমূখ।

নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি থাকিনা কেন দূরে তবুও দেশের অসহায় গরীব দুস্থ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাব। পরিশেষে তিনি আরোও বলেন, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top