শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

”আগামী বাজেটে কোভিড ক্ষতিগ্রস্তদের প্রণোদনা ব্যবস্থা করবে সরকার”

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩০ মে ২০২১, ০১:৪৬

কোভিডে যেসব প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আগামী বাজেটে প্রণোদনার ব্যবস্থা করবে সরকার-এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, কোভিডে যেসব প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আগামী বাজেটে প্রণোদনার ব্যবস্থা করবে সরকার আমরা এমনটাই আশা করছি।

ব্যবসায়ীদের জন্য প্রণোদনার প্যাকেজ থাকবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। দ্বিতীয় ধাপে কারোনায় আবারো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আরো একটি প্যাকেজ রাখবে সরকার। শনিবার (২৯ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লক্ষ ৯ হাজার কোটি টাকার একটি প্যাকেজ দিয়েছেন। এতে আমদানি ও রপ্তানিকারকরা উপকৃত হয়েছেন। এরমধ্যে ছোট ব্যবসায়ীদের জন্য ২০ হাজার কোটি টাকার ফান্ড বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। যারা পাননি তাদের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এফবিসিসিআই-এর সভাপতি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে এসেছেন। বঙ্গন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা কাজ করবে।

মো. জসিম উদ্দিন আরো বলেন, কোভিড মোকাবেলা এখন সারা পৃথিবীর জন্য একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বাংলাদেশের মানুষ অনেক ভাল রয়েছে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো এই কোভিড কি ভাবে মোকাবেলা করবো। সকল জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।

এ সময় এফবিসিসিআই এর নব নির্বাচিত সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আমিন হেলালী, এম এ মোমেন, হাবিবুল্লাহ ডন, আমিনুল হক শাহীন, শমী কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top