শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ জুন ২০২১, ০০:৪৪

গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে গ্রাম পুলিশদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি শাহিনুর চৌধুরী। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক খবরের প্রতিনিধি ছিরু মিয়া, ভোরের কাগজের প্রতিনিধি কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি শাহিনুর চৌধুরী জানান, বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে মুকসুদপুরের দেড় শতাধিক গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এতে করে তারা প্রতিটি গ্রামে বিট পুলিশিং সম্পর্কে সাধারণ জনগণের মাঝে বার্তা ছড়িয়ে দিতে পারবে। মুকসুদপুর বাসী যাতে আইনের সর্বোচ্চ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করা হচ্ছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top