মাদারীপুরে রাতের আঁধারে বসতঘর উধাও

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১১ জুন ২০২১, ২১:৩০

মাদারীপুরে রাতের আঁধারে বসতঘর উধাও

মাদারীপুরে দ্বীন ইসলাম নামে এক স্কুল শিক্ষকের বসতঘর রাতের আঁধারে ভাংচুর করে উধাও করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক। দ্বীন ইসলাম শহরের প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাকদী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিক্ষক দ্বীন ইসলাম জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় একটি টিনসেট ঘর তৈরী করে বসবাস করে আসছেন। পরিবারের লোকজন বাড়িতে না থাকার কারণে রাতে তার বসতঘর ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি তিনি সদর মডেল থানায় একটি লিখিতভাবে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর পুরো এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম জানান, ঘর ভেঙ্গে নেয়ার ব্যাপারে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top