গেটম্যানের উদাসীনতায় প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২৩:২৭
দিনাজপুরের পার্বতীপুরে রেলের গেটম্যানের উদাসীনতায় ব্যাপক প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।
শনিবার সকাল সাড়ে ১১টা। দূর থেকে ট্রেনের ইঞ্জিনের হুইসেল শোনা যাচ্ছিল। এ সময়ে পার্বতীপুরের উপকণ্ঠে হলদীবাড়ী নামক রেলগেটের দুই পাশের গেটপিলার ফেলে না দেয়ায় উপস্থিত এলাকাবাসী হৈচৈ শুরু করে সমবেত হন। তারা রেললাইনের দুই পাশে দাড়িয়ে হৈচৈ করে উভয় পাশের বাস ট্রাক, মোটরসাইকেল, অটোবাইকসহ সাধারণ পথচারীদের থামাতে থাকেন। ইতিমধ্যে আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশন থেকে দ্রুতগতিতে এসে ঘটনাস্থল হলদীবাড়ী রেলগেট অতিক্রম করে চলে যায়। এ সময় গেটম্যান জাহাঙ্গীর হোটেলে নাস্তা করছিল।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বেও এখানে আরো ৫ বার এভাবে দূর্ঘটনা ঘটেছিল, তারপরও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুরের পার্বতীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।