বাগেরহাটের ফকিরহাটে শনাক্তের হার ৪৬ শতাংশ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০১:১৯

বাগেরহাটের ফকিরহাটে শনাক্তের হার ৪৬ শতাংশ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বাগেরহাটের ফকিরহাটে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। চলতি সপ্তাহে শনাক্তের হার ৪৫.৬৬ শতাংশ। তবু মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। দূরত্ব-বিধি না মেনেই মানুষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে জড়ো হচ্ছে। ফলে প্রতিদিনই করোনা রোগী বাড়ছে।

মঙ্গলবার (১৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সাত দিনে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত ও দু’জনের মৃত্যু হয়েছে বলে। এদের একজনের কোভিড পজিটিভ ও অপরজন উপসর্গ নিয়ে মারা যায়। ১২৭টি নমুনার মধ্যে ৫৮ জনের কোভিড পজিটিভ হওয়ায় পরীক্ষা বিবেচনায় ৪৫.৬৬ শতাংশ হারে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে উপজেলাটি। তবে পরীক্ষা বাড়লে শনাক্তের হার আরও বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল। অনেক ছর্দি-কাশির-জ¦রে আক্রান্ত হলেও পরীক্ষা করাতে আগ্রহী নয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় ফকিরহাটে কোভিড-১৯ সোশ্যাল ট্রান্সমিশন হয়ে গিয়েছে। আক্রান্তের সাথে মৃত্যুর হারও বেশি। হয়তো উপসর্গ নিয়ে মৃত্যুর সব তথ্য আমরা পাই না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, ফকিরহাটে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। গতকাল আমি নিজেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি। আজ বাজার কমিটিদের সাথেও সভা আছে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top