শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘোড়াঘাটে আরো ৫২০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘর

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ০০:১৩

ঘোড়াঘাটে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের সাথে সাথে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকাল ১০:১৬ মিনিটে উপজেলা হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫২০টি পরিবারের উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে দলিল ও ঘরের চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, সকল দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানগণ ও উপকারভোগীরা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top