পাবনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা থেকে | প্রকাশিত: ২২ জুন ২০২১, ২২:০৯

পাবনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার মনোহরপুর বড়ব্রীজ খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো মালিগাছা ইউনিয়নের মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও একই এলাকার জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন জানান, সোমবার দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানিতে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ একজন রাতের মধ্যে পড়ে তলিয়ে যায়। অপর শিশু তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই রাতে পড়ে ডুবে যায়। এ সময় খালের উপরে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়া এসে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুদের উদ্ধারে আসা ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিশুরা তলিয়ে যাবর পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছিল। কিন্তু তারা শিশুদের উদ্ধারে কোন তৎপরতা চালায়নি।

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে আমরা পানিতে নামিনি এটা সঠিক। কারণ আমরা পানিতে নেমে উদ্ধার করার অভিজ্ঞ নই। সেজন্য ডুবুরী টিম রয়েছে। আমরা ডুবুরী টিমকে খবর দেয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top