শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চিরিরবন্দরে মাদকাসক্ত ছেলের হাতে পিতার মর্মান্তিক মৃত্যু, ঘাতক ছেলে আটক

দিনাজপুরের চিরিরবন্দর থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৫:৪৫

চিরিরবন্দরে মাদকাসক্ত ছেলের হাতে পিতার মর্মান্তিক মৃত্যু, ঘাতক ছেলে আটক

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে কলেজ শিক্ষক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নজিশাহ পাড়ায় ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ টায় মাদকাসক্ত ছেলে মোঃ রেজোয়ান হোসেন (২৫) ঘরের মধ্যে নেশা করার সময় তার পিতা বুঝতে পেরে দরজা খুলে দেখে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে ওই মাদকাসক্ত ছেলে তার কলেজ শিক্ষক পিতা চিরিরবন্দর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ এমদাদুল হক (৫৬) এর মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে।

এসময় ওই কলেজ শিক্ষক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১১ টায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পালিয়ে গেলেও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চিরিরবন্দর থানা পুলিশ স্থানীয় যুবকদের সহযোগিতায় দুপুর দেড়টায় উপজেলার ঈসবপুর ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকৃত অপরাধী ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top