দেশের বাইরে সবচেয়ে বড় জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৩:০০
জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিল বাংলাদেশ। দেশের বাইরে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
এ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে এটা বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তোলে ৪৬৮ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে। ১৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য জিম্বাবুয়কে গড়তে হতো ইতিহাস। স্বাগতিকরা শেষ দিন ভালো লড়াই করলেও এড়াতে পারেনি পরাজয়।
জয়ের জন্য শেষ দিনে ৭ উইকেট দরকার ছিল বাংলাদেশের। প্রথম সেশনে বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেট। জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা।
তবে বাংলাদেশকে জয়ের জন্য এতো সময় অপেক্ষা করা লাগত না। মিরাজের বলে স্লিপে সাকিব দুটি, তাসকিন ফিরতি ক্যাচ ছাড়েন। তাতে জয়ের প্রহর লম্বা হয় বাংলাদেশের জন্য।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জিম্বাবুয়ে বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।