মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিলেন সতীর্থরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৬:০৯
টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। চোখের সামনে এসব হয়ে গেলেও এসবের কিছুই নাকি জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিসিবি এসবের কিছুই জানে না। জিম্বাবুয়েতে এমন কিছু হতে পারে সেই ধারনাও ছিল না কারো।’
জানা গেছে, হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের কথা জানান। জানিয়ে দেন, হারারে টেস্টই তার শেষ টেস্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
আর এর জন্যই রোববার পঞ্চম দিন সকালে ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই পাশে দাঁড়িয়ে সম্মান জানান তাকে। মাহমুদউল্লাহ হাসিমুখে প্রকাশ করেন কৃতজ্ঞতা।
জালাল ইউনুস বলেন, ‘আমরাও টিভিতে দেখেছি মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে। কিন্তু বিসিবি এসবের কিছুই জানে না। আমরা জিম্বাবুয়েতে খোঁজ নেব। বিসিবি প্রেসিডেন্ট আছেন, ক্রিকেট অপারেশন্স আছে। তাদের সঙ্গে কথা বলবো কিভাবে কী হলো।’
হারারে টেস্টের আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর দল থেকে বাদ পড়েন। তাকে সাদা পোশাকে আর বিবেচনায় আনেনি টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি গত বছর লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও তাকে রাখেনি বিসিবি।
১৬ মাস পর এই ম্যাচ দিয়ে টেস্ট দলে ফেরেন মাহমুদউল্লাহ। ফিরেই বাজিমাত। দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাহমুদউল্লাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।