নারী দলের বেতন ও ম্যাচ ফি বেড়েছে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০০:০২
অনেক দিন ধরেই আলোচনা চলছিল বাংলাদেশ নারী দলের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ব্যাপারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও ব্যাপারটিকে দেখা হচ্ছে বেশ গুরুত্ব সহকারে। সর্বশেষ বোর্ড সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছে, আর এটি কার্যকর হচ্ছে চলতি মাস থেকেই।
চলতি মাস থেকে কার্যকর হওয়া বেতন ২০ শতাংশ বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে ওয়ানডেতে তিনগুন ও টি-টোয়েন্টিতে দ্বিগুন। আগে ওয়ানডেতে ম্যাচ ফি ছিল ১০০ মার্কিন ডলার যা এখন ৩০০ ডলার হচ্ছে। অন্যদিকে টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল ৭৫ ডলার তা বেড়ে হচ্ছে ১৫০ ডলার।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘বেতন ও ম্যাচ ফি দুটোই বেড়েছে। সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে নারী দলের বেতন চলতি মাস থেকেই কার্যকর হওয়ার কথা।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বেতন ও ম্যাচ ফি বেড়েছে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।