এক ম্যাচে ৩ সেঞ্চুরি, সিমি সিং গড়লেন ইতিহাস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ২১:০৬
জয়ে ফেরার ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক। আয়ারল্যান্ডের টপ ও মিডল অর্ডারের কেউ লড়াই করতে না পারলেও লেজের ব্যাটসম্যান সিমি সিং ছিলেন অসাধারণ।
আটে নেমে ধ্রুপদী সেঞ্চুরিতে দিয়েছেন জবাব। ইতিহাসও গড়েছেন তাতে। আয়ারল্যান্ড ম্যাচ না জিতলেও সিমি সিংয়ের দৃঢ়তায় লড়াই করেছে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৪৭ রানের লক্ষ্যে গুটিয়ে যায় স্বাগতিকরা ২৭৬ রানে। দ্বিতীয় ম্যাচ হারের পর ৭০ রানের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আয়ারল্যান্ডের ব্যাটিং ছিল একপেশে। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ রান ৫৪। কুর্তস চাম্পারের ব্যাট থেকে আসে সেই রান। আটে নেমে সিমি সিং দলের ব্যাটিং চিত্র পাল্টে দেন। ডানহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম তুলে নিয়ে গড়েন ইতিহাস। ৯১ বলে ১৪ বাউন্ডারিতে সাজান শতরানের ইনিংস।
এর আগে আটে নেমে যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৯৫। ক্রিস ওকস শ্রীলঙ্কার বিপক্ষে ওই রান করেছিলেন। আবার ইংল্যান্ডের স্যাম কুরান কিছুদিন আগে ভারতের বিপক্ষে ৯৫ রান করেছিলেন। সিমি সিং দুইজনকে পেছনে ফেলে পেলেন সেঞ্চুরি। ১৭৭ রানের নজরকাড়া ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মালান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সিমি সিং দক্ষিণ আফ্রিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।