বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ১৯:২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এ সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা কার্ড।
গেল এক দশক ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা হলে সেখানে ওয়ালটন থাকবেই। ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। ১ আগস্ট দুপুর ১২টায় অনলাইনে স্পন্সর ডিক্লেয়ারেশন ও লোগো উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সিরিজের স্পন্সর ও আলেশা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর আলম সিকদার, সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন।
আইসিসি ইভেন্ট বাদে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। ফলে
৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: অস্ট্রেলিয়া বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।