আরও এক ইতিহাস গড়লো টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ০৫:৪০

আরও এক ইতিহাস গড়লো টাইগাররা

সিরিজের শেষ ম্যাচেও আর একবার অস্ট্রেলিয়াকে হারের স্বাদ পাইয়ে দিল বাংলাদেশ। সোমবার (৯ আগস্ট) মিরপুরে শেষ টি-টোয়েন্টিতে আজ টিম টাইগার জয় পেয়েছে ৬০ রানে।

এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে লড়াই শেষ করল মাহমুদউল্লাহ বাহিনী।

অনেক কারণেই এই সিরিজ ইতিহাসে নাম লিখিয়েছে। যে কোনো ফরম্যাট মিলিয়ে এই প্রথম অজিদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে।

জবাবে ৬২ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ জিতে যায় ৬০ রানের বিশাল ব্যবধানে।

টি-টোয়েন্টিতে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে তারা ৭৯ রানে অল-আউট হয়েছিল। তাদের শেষ ৬ উইকেট পড়েছে ৯ রানে।

এবারে অজিদের শিডিউল এতটাই আঁটসাট যে, আজ রাত ১টায় তারা বাংলাদেশ ছাড়বে। বিমানে ওঠার পরও অজিরা কি এই সফর জীবনে ভুলতে পারবে?

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top