দুশ্চিন্তা নিয়েই মাঠে জ্বলছেন রশিদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ০৩:৪৮
ইংল্যান্ডের দা হানড্রেডে যখন খেলছেন রশিদ খান, তখন তার দেশ আফগানিস্তানে ঘটে গেছে ক্ষমতার পালাবদল। রাজধানীসহ গোটা দেশ নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।
এমন অবস্থায় পরিবারের দুশ্চিন্তা নিয়েই মাঠে দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন রশিদ।
ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে রোববার (১৫ আগস্ট) খেলা ছিল ট্রেন্ট রকেটসের। সেদিনই আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তালেবানরা।
ইংল্যান্ডে থাকলেও দেশে চলমান পরিস্থিতি নিয়ে সজাগ রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তাকে সরব দেখা গেছে। সবশেষ টুইটটি তিনি করেছিলেন রোববারই। যেখানে শান্তি প্রার্থনা করেন তিনি। সব কিছু মিলিয়ে পরিবার নিয়ে বেশ চিন্তিত রশিদ।
স্কাই স্পোর্টসকে পিটারসেন জানান, “রশিদের দেশে অনেক কিছু ঘটছে। আমরা এখানে বাউন্ডারিতে বিষয়টি নিয়ে লম্বা সময় ধরে কথা বলছিলাম এবং সে ছিল খুবই চিন্তিত। সে তার পরিবারকে আফগানিস্তান থেকে বের করতে পারছে না।”
দেশ ও নিজের পরিবার খারাপ সময়ের মধ্যে আছে। এমন চাপের মধ্যে থেকেও মাঠে এর প্রভাব এতটুকুও পড়তে দেননি রশিদ। ম্যানচেস্টারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি।
ট্রেন্ট রকেটসের ৭ উইকেটের জয়ে বড় অবদান ছিল রশিদের। ১৬ রানে ৩ উইকেট নেন এই আফগান লেগ স্পিনার।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রশিদের এমন অসাধারণ পারফরম্যান্স মন জয় করে নিয়েছে ইংলিশ গ্রেট পিটারসেনের। স্কাই স্পোর্টসকে তেমনটাই জানিয়েছেন পিটারসেন।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।