টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ২০:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগেই প্রকাশ করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের দলগুলোর নাম। এবার প্রকাশ করেছে সূচি। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এক বিবৃতি দিয়ে এই সূচি প্রকাশ করে আইসিসি।

দুই রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট এই আসরে লড়বে দলগুলো। রাউন্ড ওয়ান ও সুপার টুয়েলভে মোট চারটি গ্রুপ। সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮টি দল। আর রাউন্ড ওয়ানের গ্রুপ এ ও গ্রুপ বি থেকে চারটি দল যুক্ত হবে সুপার টুয়েলভে।

বিশ্বকাপের সূচনা হবে ওমানে রাউন্ড ওয়ানের খেলা দিয়ে। ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড-বাংলাদেশ।

বাংলাদেশকে রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে। গ্রুপ বি'তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ'তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

সুপার টুয়েলভে গ্রুপ ওয়ান ও গ্রুপ টুতে ভাগ হয়ে দল গুলো লড়বে। এই পর্বে গ্রুপ ওয়ানে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও রাউন্ড ওয়ান থেকে কোয়ালিফাই করা এ-ওয়ান ও বি-ওয়ান। আর গ্রুপ টু'তে আছে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও রাউন্ড ওয়ান থেকে এ-টু ও বি-টু।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top