অবশেষে সাকিব অনুশীলনে
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ০২:০৪
তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনের পর অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (২৮ আগস্ট) তিনি মিরপুরে অনুশীলন করা টাইগার দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে পূর্ণ ১৯ সদস্যকে নিয়েই এদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রে থাকার কারণে দলের সঙ্গে হোটেল কোয়ারেন্টাইনে সময়মত যোগ দিতে পারেননি সাকিব। মাহমুদউল্লাহদের কোয়ারেন্টাইনে যাওয়ার একদিন পরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে উঠেন তিনি। তাই তার কোয়ারেন্টাইন পর্ব শেষও হয়েছে একদিন পরেই।
শনিবার দুপুর ২টায় দ্বিতীয় দিনের অনুশীলন শুরু হয়। অবশ্য এর কিছুক্ষণ আগেই মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে যোগ দেন এই টাইগার অলরাউন্ডার। দলের সঙ্গে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করেন তিনি।
এদিকে সাকিবের সঙ্গে সফররত নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলেরও কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। সকালে শুরু করে দুপুর ১টায় নিজেদের অনুশীলন পর্বও শেষ করেছে সফরকারীরা।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।