নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২২
নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করে জয়ের পথ অনেকটাই গড়ে নিয়েছিল টাইগাররা। বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই লক্ষ্য পাড়ি দিতে তাদের খুব বেশি বেগ পেতে হয়নি।
৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। যে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ মিলল। এর আগে দশ ম্যাচের প্রতিটিতেই হার দেখতে হয়েছিল টাইগারদের।
বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
কিউইদের দেওয়া মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১ রানে তার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শর্ট কভারে হেনরি নিকলসের ক্যাচ হন নাঈম। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পান কোল ম্যাককনচি।
নাঈমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে এই হার্ড হিটার ব্যাটসম্যান করেন ১ রান। দুই উইকেট হারিয়ে বিপদে পড়লে দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন সাকিব। এরপর বাকি কাজটুকু করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। যার ফলে নির্ধারিত ২০ ওভারের আগে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৬ ওভার ৫ বলে ৬০ রান। (লাথাম ১৮, নিকোলস ১৮, ইয়াং ৫, মোস্তাফিজ ৩/১৩, সাইফউদ্দিন ২/৭, মেহেদি ১/১৫, সাকিব ২/১০, নাসুম ২/৫)
বাংলাদেশ: ১৫ ওভারে ৬২/৩ (সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদউল্লাহ ১৪*, প্যাটেল ১/৭)
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।