সিরিজ জয়ের সাথে বিশ্বরেকর্ডের অপেক্ষায় সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০০
নিউজিল্যান্ডকে হারিয়ে আজ আরও একবার বিজয়ের পতাকা উড়ালেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের। তবে সেই সাথেই সম্ভাবনা রয়েছে সাকিবের বিশ্বরেকর্ড করার। বাংলাদেশের একজন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তা দেশের জন্যও বিশাল অর্জন।
শ্রীলঙ্কার মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়তে সাকিবের প্রয়োজন দুই উইকেট। ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছে মালিঙ্গা। এক উইকেট কম নিয়ে মালিঙ্গার ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া সাকিব আজ একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করলে বিশ্বরেকর্ড গড়ে হয়ে যাবেন টি-টোয়েন্টির বোলিং সম্রাট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সবচেয়ে বেশি সফল তিনি। ১০ ম্যাচে তার সংগ্রহ ১৯ উইকেট। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ম্যাচে ১২ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচে ১০ উইকেট। নেপাল বাদে সবগুলো দলের বিপক্ষেই উইকেট আছে তার। নেপালের বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যে ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।