দেশের শীর্ষ ব্যাটসম্যান হওয়া হল না টেইলরের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

দেশের শীর্ষ ব্যাটসম্যান হওয়া হল না টেইলরের

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরও ১৭ বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শেষবারের মতো হাতে নিলেন ব্যাট। ইনিংসটা লম্বা হয়নি, মাত্র ১৪ মিনিটে, বল খেললেন ১২টি, যা থেকে রান আসে ৭টি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলের ইনিংস কমে যায় ৮ ওভার করে। রেগিস চাকাভার সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন টেইলর। সতীর্থরা মাঠের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে ব্যাট উঁচু করে গার্ড অব অনার দেন তাকে। সবার সঙ্গে হাত মেলান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনিও তার দলকে নিয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান টেইলরকে।

ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে ছোঁয়া হলো না টেইলরের। এই ফরম্যাটে ৬৬৮৪ নিয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হিসেবেই তিনি শেষ করলেন তার ক্যারিয়ার। ২০৫ ম্যাচ শেষে তার অর্জনের খাতায় রেকর্ড ১১ সেঞ্চুরি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top