শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কেকেআরে প্রথম দিনের অনুশীলনে সাকিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:১০

কেকেআরে প্রথম দিনের অনুশীলনে সাকিব

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে (১৯ সেপ্টেম্বর) থেকে। সংযুক্ত আরব আমিরাতে (২০ সেপ্টেম্বর) সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের।

পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষ করে সাকিব অনুশীলনে নেমে পড়েছেন। তারকা অলরাউন্ডার সাকিবকে নিয়ে কেকেআর ইতিমধ্যে প্রথম দিনের অনুশীলন নিয়ে একটি ভিডিও আপলোড করেছে ফেসবুক পেজে।

ভিডিওতে সাকিব বলেন, কয়েকদিন পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top