শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হার্ট অ্যাটাক করেছেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫

ইনজামাম উল হক

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক হার্ট অ্যাটাক করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনজিওপ্লাস্টি করার পর লাহোরের হাসপাতালে শঙ্কামুক্ত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, গত তিনদিন ধরে বুকের ব্যথা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন ৫১ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হয়ে আরও গভীর পর্যবেক্ষণে জানা যায় আগেই হার্ট অ্যাটাক করেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ইনজামাম এখন সুস্থ আছেন। তবে কিছুদিন পর্যবেক্ষণে হাসপাতালেই থাকবেন তিনি।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইনজামাম ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top