কোভিড টেস্টে বাংলাদেশের টাইগাররা সবাই নেগেটিভ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ০৮:৪৫
রোববার (৩ অক্টোবর) বিশ্বকাপের উদ্দেশ্যে ওমান যাত্রার আগে কোভিড-১৯ টেস্ট করতে হবে সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের। সে কারণে বাংলাদেশ ক্রিকেট দল সংশ্লিষ্ট সবার স্যাম্পল কালেকশন করা হয়।
শনিবার রাত ১১ টা পর্যন্ত আনুষ্ঠানিক রিপোর্ট হাতে পাননি বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে মৌখিকভাবে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার, ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, প্রধান চিকিৎসক সাপোর্টিং স্টাফ সোহেলসহ সবারই রিপোর্ট এসেছে নেগেটিভ।
দেবাশীষ চৌধুরী রিপোর্ট না দেখে অফিসিয়াল কমেন্ট করতে চাননি। তবে তিনি জানিয়েছেন, তাকে মৌখিকভাবে নেগেটিভ রিপোর্টের কথা বলা হয়েছে।
সব কিছু ঠিক থাকলে রোববার রাত ১০ টার পরে চার্টার্ড ফ্লাইটে করে ওমানের উদ্দেশ্যে রওয়ানা হবে টিম বাংলাদেশের ক্রিকেটাররা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।