মাত্র এক ঘণ্টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২০:০৫
চলতি মাসে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের জন্য যে টিকিট ছাড়া হয়েছিল, তা মাত্র এক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।
২০১৯ সালের পরে আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে প্রতিবেশি দুই দেশ। ২৪ অক্টোবরের ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছাড়া হয় আইসিসির পক্ষ থেকে। রবিবার (৩ অক্টোবর) টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সবগুলো।
অনলাইনে ছাড়ার সাথে সাথে এই ম্যাচটির টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। যে কারণে সার্ভারেও প্রচুর চাপ পড়ে। সময়মত ওয়েবসাইটে টিকিট না পেয়ে অনেকেই শেষ পর্যন্ত হতাশ হয়ে যান। কারণ তারা ভাবতেই পারেনি, এতদ্রুত টিকিট শেষ হবে।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম এবং প্লাটিনাম টিকিট। ১৫০০ ও ২৬০০ দিরহামেও দর্শকরা টিকিট কেটেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।