বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাংক চেক’ পাবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ০০:৩১

বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাংক চেক’ পাবে পাকিস্তান!

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ ছাড়া ভারতকে আর কোনও বড় আসরে হারাতে পারেনি পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারাতে পারলে ব্ল্যাংক চেক পাবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা নিজে জানিয়েছেন এমন তথ্য। পিসিবির ইনভেস্টররা তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রমিজ আরও বলেছেন, আমাদের শক্তিশালী এক ইনভেস্টর জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল ভারতকে হারাতে পারলে তারা পিসিবির জন্য ব্ল্যাংক চেক তৈরি করে রেখেছেন।

রমিজ মনে করেন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভালো করতে পারলে ক্রিকেটের বাজারেও হয়তো আয় বাড়বে পিসিবির। আর সেটা থেকে আর্থিকভাবে সহায়তাও পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top