ভারতের সাথে ম্যাচকে সাধারণভাবেই দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ২৩:০৪

মোহাম্মদ রিজওয়ান

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপ ছারা দেখার সুযোগ হয় না। ইতোমধ্যেই বিশ্বকাপে ভারত-পাকিস্তানর ম্যাচ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেজন্যে ক্রিকেটারদের ওপরও চাপের পরিমাণটা বাড়ে পাল্লা দিয়ে। তবে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ভারত-পাকিস্তান ম্যাচটাকে আলাদা করে দেখছি না আদৌ।

রিজওয়ান জানান, ভারত ম্যাচকে তারা আলাদাভাবে দেখছে না। কারণ হিসেবে তিনি বললেন, ভারতের সঙ্গে খেলতে হবে ভেবে নিজেদের চাপে ফেলতে চায় না ক্রিকেটারেরা। সেটা করতে গিয়ে অতীতে আমাদের ক্ষতি হয়েছে। ওয়ানডে হোক, কিংবা টি-টোয়েন্টি, ক্রিকেটের কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পায়নি পাকিস্তান। সে কারণেই হয়তো পাকিস্তানি এই ব্যাটার বিষয়টাকে মাথা থেকে ঝেরেই ফেলতে চাইলেন।

আমিরাতে খেলা হবে তাই আলাদা সুবিধা পাবার প্রশ্নে রিজওয়ানের বলেন, আমিরাতের পিচগুলো বদলে গেছে, তাই সেখানে কোন বিশেষ সুবিধা পাবার কথা নয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top