আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ২২:০১
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবু ধাবিতে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে টস হেরে আগে বল করবে বাংলাদেশ।
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বাংলাদেশের। কেননা, প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা।
অন্যদিকে, আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দেয়। ৮ উইকেটে ৯৬ রানে পাপুয়া নিউ গিনিকে আটকে দিয়ে ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।