আইপিএলের শিরোপা জয়ে মুখোমুখি কেকেআর-চেন্নাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ২২:২৬

আইপিএলের শিরোপা জয়ে মুখোমুখি কেকেআর-চেন্নাই

আইপিএলের ১৪ তম আসরের ফাইনালে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় দুবাইয়ে ইয়ন মরগ্যানের দলের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। মরগ্যান ফেবারিট মানছেন ধোনির দলকে। যদিও ফলটা আগাম না লিখে দিতে সাবধান করে দিয়েছেন কলকাতা অধিনায়ক। ‘আইপিএলের সেরা সিএসকে হলেও লড়াই চালিয়ে যাবে মরগানের দল।

আইপিএলের আগের ১৩টি আসরের শিরোপার ১০টিই গেছে তিন দলের ঘরে। মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে ৫বার। ৩বার চেন্নাই সুপার কিংস এবং ২ বার কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্স একটি প্রতিপক্ষ যেন নির্ধারিত হয়েই গিয়েছিল গত কয়েকবছর। এবার আর মুম্বাই নেই। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে এবারও ফাইনালে সেই তিন দলের বাকি দুটি- চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা। আর তাদের হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সফল দল হওয়ার মিশন কলকাতার।

এর আগে, চলতি বছরের মার্চে শুরু হওয়া আইপিএলের পর্দা নামছে শুক্রবার রাতে। করোনাভাইরাসের কারণে মার্চ মাসে স্থগিত হওয়া টুর্নামেন্টটি ভারত থেকে সেপ্টেম্বরে সরিয়ে নেওয়া হয় আমিরাতে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top