আয়ারল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২১:২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যে লড়াইয়ে নামার আগে আইরিশদের চেয়ে মানসিকভাবে একটু হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস।
সোমবার (১৮ অক্টোবর) আবুধাবিতে প্রথম রাউন্ডের এ গ্রুপের ম্যাচ খেলতে মাঠে বিকাল ৪টায় নামছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। এই পর্বে তাদের আরো দুই প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও নামিবিয়া। অসাধারণ ওই ম্যাচের সুখস্মৃতি তরুণ আইরিশ দলের চেয়ে এগিয়ে রাখছে ডাচদের।
আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান ১২-তে, আর নেদারল্যান্ডসের ১৭। তবুও দলটি এগিয়ে থাকবে, কারণ টি২০ বিশ্বকাপে শেষ দুই দেখাতেই আইরিশদের নাস্তানাবুদ করেছিল ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস।
দুই দলের আগের ১২ দেখায় জয়ের পাল্লা ভারী নেদারল্যান্ডসের দিকেই। ৭ জয় তাদের। বিপরীতে ৪ জয় পেয়েছে আয়ারল্যান্ড।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।