অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্লেটার গ্রেপ্তার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২০:৪৮
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং বিখ্যাত ধারাভাষ্যকার মাইকেল স্লেটারকে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহের এক ঘটনাকে কেন্দ্র করে স্লেটারের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স বা সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার গণমাধ্যম স্লেটারের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের পর গোয়েন্দারা ম্যানলির একটি বাড়িতে অভিযান চালায় এবং ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
সম্প্রতি, একাধিকবার বিতর্কিত মন্তেব্যের জন্য শিরোনামে উঠে এসেছেন মার্কিন স্লেটার। বছরের প্রথম দিকে করোনায় আইপিএল ফেরত অজি ক্রিকেটারদের দেশে ঢুকতে না দেওয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
তবে সেসময় বিতর্কে জড়ান মূলত ‘প্রধানমন্ত্রীর হাতে রক্তের দাগ লেগে রয়েছে’ এমন মন্তব্য করে। এদিকে, এক সপ্তাহে মূলত কি করেছিলেন তিনি, সে ব্যাপারে এখনো নিশ্চিত জানা যায়নি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মাইকেল স্লেটার অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।