ইতিহাস গড়তে নামিবিয়ার প্রয়োজন ১২৬ রান!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৩:১১

ইতিহাস গড়তে নামিবিয়ার প্রয়োজন ১২৬ রান!

প্রথমবারের মতো নামিবিয়া এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। অঘোষিত নকআউট ম্যাচে আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানেই আটকে দিয়েছে নামিবিয়া। সুপার টুয়েলভ নিশ্চিত করতে দলটির চাই আর মাত্র ১২৬ রান! তাহলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে চলে যাবে আফ্রিকান দেশটি।

শুরুতে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং আর কেভিন ও’ব্রায়েন রান পেলেও বাকিরা তেমন কোন ইনিংস খেলতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের পুঁজিটাও বড় হয়নি। আট উইকেট হারিয়ে ১২৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করেছে দলটি।

শেষ চার ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করে আয়ারল্যান্ড। ফ্রাইলিঙ্ক ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নেন। ২২ রান দিয়ে ২ উইকেট পান উইজ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top