আফগানিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৩:৫৪
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় আফগানিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সোমবার (২৫ অক্টোবর) রাত আটটায় এই দুই দল মুখোমুখি হচ্ছে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলছে সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা। অন্যদিকে, গ্রুপ পর্বে দারুণ খেলে নজর কেড়েছে স্কটল্যান্ড। চলতি বিশ্বকাপে নতুন বলে বেশ ভাল করছেন ব্র্যাডলি হিল, জস ডেভি। উইকেটের সহায়তা পেলে বাঁহাতি স্পিনার মার্ক ওয়াটও হয়ে উঠতে পারেন ভয়ংকর।
এদিকে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই অস্থির পরিস্থিতি বিরাজ করছে আফগান ক্রিকেটে। দল নির্বাচনে ভূমিকা না থাকায় অধিনায়কত্ব ছেড়েছেন রশিদ খান এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। এমন কঠিন পরিস্থিতিতে আবারও নেতার ভূমিকায় অভিজ্ঞ মোহাম্মদ নবী। তারকা লেগ স্পিনার রশীদ খানের সাথে তরুণ অফ স্পিনার মুজিবুর রহমানও হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর।
স্কটিশ লেগ স্পিনার ওয়াট তো সরাসরি হুমকি দিয়ে বসেছেন বাকি দলগুলোকে। সাফ জানিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপে আমরা কিন্তু কিছু অঘটন ঘটাতে পারি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।