আফগানিস্তানের কাছে উড়ে গেল স্কটিশরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ২২:২৯
মুজিব-রশিদের ঘূর্ণিতে মাত্র ৬০ রানেই অলআউট স্কটল্যান্ড। তাতে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের দাপুটে জয় পেয়েছে আফগানরা।
সোমবার (২৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসটাও জিতেছে আফগানিস্তান। প্রতিপক্ষের ওপর বড় রানের পাহাড় চাপিয়ে দেওয়ার অভিপ্রায় থেকেই যে এ সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য। ব্যাটাররা অধিনায়ক মোহাম্মদ নবীর সে ইচ্ছেও পূরণ করেছেন দারুণভাবেই। মিচেল লিস্কের দ্বিতীয় ওভারে এল ১৮, সেই যে আফগান রান-বন্যার শুরু, ইনিংসের শেষ পর্যন্ত আর তাতে আর বাঁধই দিতে পারল না স্কটিশরা। ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল স্কটিশরা। ৩.১ ওভারেই তুলে ফেলেছিল ২৮ রান। তবে এরপরই শুরু মুজিব জাদুর। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর সেই মুজিবের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি।
আফগানিস্তানের পক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়ে স্কটল্যান্ড টপ অর্ডার গুড়িয়ে দেন মুজিব। এরপর রশিদ খান আক্রমণে এসে ২.২ ওভারেই মাত্র ৯ রানে তুলে নেন ৪ উইকেট।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।