সাকিবের বিশ্বকাপ শেষ!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ০০:৩১
বিশ্বকাপের শেষের দিকে বাংলাদেশ। তবে এবারের আসরটা মোটেই ভালো যাচ্ছে না টাইগারদের। টানা হারের সঙ্গে যুক্ত হয়েছে খেলোয়ারদের ইঞ্জুরি।
প্রথমে পেসার সাইফউদ্দিন ছিটকে যাবার পর এবার বিশ্বকাপ শেষ হলো দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল পর্বে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এরপর শনিবার পর্যবেক্ষণে রাখা হবে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সাকিবের বাম দিকের লোয়ার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ক্লিনিকাল পরীক্ষায় এটি গ্রেড ১ ইনজুরি।'
সাকিব কবে ফিরবেন এ নিয়ে বিসিবি জানিয়েছে, 'টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে থাকা হচ্ছে না এবং কবে দলে ফিরবেন সেটি পরবর্তী পর্যালোচনা শেষে জানানো হবে। তবে সাকিবের বদলি হিসেবে দলে নতুন কাউকে নেওয়া হবে না।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাকিব আল হাসান বাংলাদেশ টাইগার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।