টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ২৩:৪৮
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের। মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে টি-ফরম্যাটে কোনো জয়ই নেই টাইগারদের। দল হিসেবে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও, এবারের দেখায় ইতিহাসটা বদলাতে চায় বাংলাদেশ।
টাইগারদের এই ম্যাচ অনেকটা নিয়মরক্ষার বা মান বাঁচানোর। কেননা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।
বাংলাদেশের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদের দলকে অবশ্য হালকাভাবে নিতে নারাজ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস বলেছেন, আমরা জানি, আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং ভালো করার প্রচণ্ড ইচ্ছা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে। বাংলাদেশ ভালো একটি দল। একটি শক্তিশালী দল, এই কন্ডিশনে খুব ভয়ংকর দল। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সাকিবের বিশ্বকাপ শেষ। এছারা, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে চোটে পড়া নুরুল হাসান সোহানও খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগার একাদশে নুরুল হাসান সোহানের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হবে শামিম হোসেন পাটোয়ারীর।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।