আমেরিকার পথে সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০০:১০
হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। ফলে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলছেন না সাকিব। মঙ্গলবার (২ নভেম্বর) পরিবারের কাছে আমেরিকায় যাচ্ছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
শুক্রবার (৩০ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ম্যাচের বাকি অংশ খেলেছেন। চার ওভার করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন ওপেনিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সেদিনই প্রথম ইনিংস উদ্বোধন করেন। তবে ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি।
এবারের বিশ্বকাপ তিনি ব্যাটিংয়ে ৬ ম্যাচে ১৩১ রান ও বল হাতে ১১ উইকেট পেয়েছেন। বল হাতে সাকিবের ধারাবাহিক সাফল্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি এবং বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন।
এনএনফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।