টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
কোহলিদের পরীক্ষা আফগান স্পীন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ০৩:০২
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের সঙ্গে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ভারতকে। আফগানিস্তানকে হারাতেই হবে এমন এক সমীকরণ নিয়ে বুধবার (৩ নভেম্বর) মাঠে নামবে বিরাট কোহলির দল।
রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানদের স্পিন যেমন বিপদে ফেলতে পারে, তেমনই ব্যাট হাতে মোহাম্মদ শাহজাদরাও বিধ্বংসী হয়ে উঠতে পারেন। এ পর্যন্ত ভারত বনাম আফগানিস্তান টি২০ ম্যাচ খেলা হয়েছে মাত্র দুটি। টি২০ বিশ্বকাপেই সেই দুটি ম্যাচ খেলা হয়েছিল। দুটি ম্যাচেই ভারত জিতেছিল।
ভারত এবারের বিশ্বকাপ থেকে প্রায় বিদায় হয়ে গেছে বলেই ধরে নিয়েছেন সমর্থকরা। এমন অবস্থায় সামনে রশিদরা। নেট রান রেটে ভারতের থেকে বেশ এগিয়ে রয়েছেন তারা।
ইতিহাস ভারতকে এগিয়ে রাখলেও বুধবারের ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দিতেই পারে আফগানিস্তান।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বিরাট কোহলি ভারত আফগানিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।