টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
স্কটিশদের নিয়ে হারিস রউফের জন্মদিন উদযাপন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৩:১৯
সুপার টুয়েলভে টানা ৫ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানই এখন পর্যন্ত বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল।
রবিবার (৭ নভেম্বর) শারজায় তারা স্কটল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারায়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যকার সম্প্রীতি দেখে ধন্য করছেন ক্রিকেটপ্রেমীরা।
রবিবার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। দুই দলের ক্রিকেটারদের পাশে রেখেই কেক কাটেন হারিস। এরপর কেকের প্রথম টুকরাটি তুলে দেন একজন স্কটিশ ক্রিকেটারের মুখে।
হারিসের জন্মদিন উদযাপনের ভিডিও সোশ্যাল সাইটে শেয়ার করেছে পিসিবি, ক্রিকেট স্কটল্যান্ড এবং আইসিসি। ক্রিকেটারদের এই সম্প্রীতির মনোভাবকে সাধুবাদ জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এর আগেও আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তাদের ড্রেসিংরুমে গিয়েছিলেন বাবর আজমরা।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: হারিস রউফ পাকিস্তান স্কটল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।