২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সাত ভেন্যুতে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০০:৫১
রবিবার (১৪ নভেম্বর) সমাপ্ত হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২২ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু।
২০২২ সালের ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে আসন্ন বিশ্বকাপের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হবে সাতটি মাঠে।
সেই সাতটি ভেন্যু হলো এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সদ্য সমাপ্ত আসরের মতো ২০২২ সালেও আগে আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।