পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০৫:১৫

পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশের শুরুটা হয়েছিল হতাশায় মোড়ানো। প্রথম বাউন্ডারির জন্যই অপেক্ষা করতে হয়েছিল পাওয়ার প্লের শেষ ওভার পর্যন্ত। শেষ অবধি অবশ্য বাংলাদেশ পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

বিশ্বকাপে ব্যর্থতার পর নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যে ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ২ ম্যাচ টেস্ট সিরিজের আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৯ নভেম্বর) মাঠে নেমেছে দুদল।

পাকিস্তানের বিধ্বংসী পেসার শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতেও বাংলাদেশের ব্যাটিং হতশ্রী। ইনিংস থামে ১২৭ রানে। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। শেখ মেহেদীর ব্যাট থেকে আসে ৩০ রান। নুরুল হাসান সোহান খেলেন ২৮ রানের ইনিংস।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেন শান্ত সিরিজ শুরুর আগে কড়া বার্তায় জানিয়েছিলেন, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করবেন তিনি। তবে বারবার জায়গা হারানো শান্ত এই নিয়ে তৃতীয় দফা টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে থেমেছেন মাত্র ৭ রানে, খেলেন ১৪ বল। ওয়াসিমের দ্বিতীয় শিকার হন শর্ট বলে উড়িয়ে মারতে গিয়ে।

শেষদিকে শেখ মেহেদী হাসানের ২০ বলে অপরাজিত ৩০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ দল। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৮ রান। সফরকারীদের হয়ে পেসার হাসান আলী সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top